লাইফস্টাইল

মাস শেষেও হাতে কিছু টাকা রাখতে চান? জেনে নিন কিছু উপায়

মাসের শেষ সপ্তাহে অনেকেই টানাপোড়েনের মুখে পড়েন। পুরো মাস পরিশ্রম করেও হাতে কিছুই থাকে না। অথচ একটু পরিকল্পনা আর কিছু সহজ কৌশল অনুসরণ করলেই মাস শেষে কিছু টাকা সঞ্চয় করা সম্ভব।

নিচে এমনই কিছু কার্যকর উপায় তুলে ধরা হলো:

১. বাজেট তৈরি করুন মাসের শুরুতেই

মাসের শুরুতেই আয় ও সম্ভাব্য খরচের একটি তালিকা তৈরি করুন। কোন খাতে কত খরচ করবেন, তা আগেই নির্ধারণ করলে অপ্রয়োজনীয় ব্যয় এড়ানো যায়।

২. প্রয়োজন ও চাওয়ার পার্থক্য বুঝুন

সব চাওয়াই প্রয়োজন নয়। আসল প্রয়োজন মেটানোর পর যেসব খরচ জরুরি নয়, সেগুলো থেকে বিরত থাকুন। এই অভ্যাস টাকা জমাতে সাহায্য করবে।

৩. সঞ্চয়ের জন্য আগে টাকা আলাদা করুন

আয়ের সঙ্গে সঙ্গেই একটি নির্দিষ্ট অংশ সঞ্চয়ের জন্য আলাদা করে ফেলুন। যেটা বাঁচে, সেটা সঞ্চয় করার চেয়ে আগে সঞ্চয় করে খরচ চালানো অনেক বেশি কার্যকর।

৪. খরচের হিসাব রাখুন

প্রতিদিন কত টাকা কোথায় খরচ হচ্ছে, তার হিসাব লিখে রাখুন। এতে অপ্রয়োজনীয় খরচ চিহ্নিত করা সহজ হবে এবং তা নিয়ন্ত্রণে রাখা যাবে।

৫. অফার, ডিসকাউন্ট ও কুপন বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করুন

ছাড় বা অফার মানেই কিনতে হবে না। প্রয়োজনীয় ও পরিকল্পিত জিনিসগুলোই ছাড়ে কিনলে লাভ হবে।

৬. বিলম্বে বিল পরিশোধ নয়

বিল সময়মতো না দিলে বাড়তি ফি দিতে হয়। তাই বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেটসহ সব বিল সময়মতো দিয়ে দিন।

৭. ছোট লক্ষ্যে সঞ্চয় শুরু করুন

বড় কিছু না ভেবে, শুরুতে ছোট লক্ষ্য ঠিক করুন—যেমন মাস শেষে ৫০০ টাকা জমাবেন। এতে আত্মবিশ্বাস বাড়বে এবং ধীরে ধীরে সঞ্চয় বাড়বে।

শেষ কথা:
হাতে টাকা রাখতে হলে কষ্ট করে উপার্জনের পাশাপাশি খরচের বিষয়ে সচেতন হতে হবে। অভ্যাসে পরিবর্তন আনলেই মাস শেষে খালি পকেট নয়, হাতে থাকবে কিছু সঞ্চয়ের আনন্দ।

এই বিভাগের অন্য খবর

Back to top button