খেলাধুলাফুটবল

মৌসুমের প্রথম গোল করলেন রোনালদো, জিতলো আল নাসর

প্রাক-মৌসুম প্রস্তুতিতে দুর্দান্ত ছন্দে রয়েছে সৌদি ক্লাব আল নাসর। টানা দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে তারা। অস্ট্রিয়ার উন্টার্সবার্গ অ্যারেনায় ফরাসি ক্লাব তুলুজকে ২-১ গোলে হারিয়েছে রোনালদোর দল।

আগের ম্যাচে অস্ট্রিয়ার চতুর্থ স্তরের ক্লাব এসকে জোহানকে ৫-২ গোলে হারালেও, তুলুজ ছিল অপেক্ষাকৃত শক্ত প্রতিপক্ষ। এদিন একাদশে ছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, আর তিনিই দলের সমতায় ফেরার গোলটি করেন। ২৫ মিনিটে ইয়ান বহোর গোলে পিছিয়ে পড়লেও, ৩৩ মিনিটে ওয়েসলে রিবেইরোর অ্যাসিস্ট থেকে গোল করে ম্যাচে ফেরান রোনালদো।

৭৬ মিনিটে নাওয়াফ বোশালের পাস থেকে জয়সূচক গোল করেন বদলি হিসেবে নামা মোহাম্মদ মারান।

ম্যাচ শেষে ফেসবুকে রোনালদো লেখেন, “ক্ষুধা কখনও কমে না। আরও কাজ বাকি, আমরা শুধু শুরু করলাম।”

আল নাসর তাদের প্রাক-মৌসুমের শেষ ম্যাচ খেলবে স্প্যানিশ ক্লাব আলমেরিয়ার বিপক্ষে। এরপর ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে শক্তিশালী আল ইত্তিহাদ।

এই বিভাগের অন্য খবর

Back to top button