খেলাধুলাফুটবল

সিউলকে গোলবন্যায় ভাসাল বার্সেলোনা, ৭-৩ গোলে জয়

দক্ষিণ কোরিয়ার সিউলে ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে স্থানীয় ক্লাব এফসি সিউলের বিপক্ষে ৭-৩ গোলের বড় জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করে আলো ছড়িয়েছেন কাতালান ক্লাবটির নতুন ‘১০ নম্বর’ লামিনে ইয়ামাল।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক বার্সা ৮ মিনিটে প্রথম গোলের দেখা পায়। গোলদাতা ৩৬ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। এরপর ১৪ মিনিটে ইয়ামাল ব্যবধান দ্বিগুণ করেন। তবে স্বাগতিক সিউল ঘুরে দাঁড়িয়ে ২৬ মিনিটে ইয়াং উকের গোলে ব্যবধান কমায়। অতিরিক্ত সময়ে জাজান আল আরাব গোল করে ম্যাচে সমতা ফেরান (২-২)। কিন্তু বিরতির আগ মুহূর্তে ইয়ামাল ফের গোল করে বার্সাকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা খেলায় দাপট দেখায়। ৫৫ মিনিটে আন্দ্রিয়েস ক্রিস্টেনসেনের গোলে ব্যবধান হয় ৪-২। এরপর একে একে ফেরান তোরেস (৭৪ ও ৮৮ মিনিটে দুটি গোল) ও পাবলো গাভি (৭৬ মিনিটে) গোল করে স্কোরলাইন ৭-৩ করে ফেলেন। সিউল ম্যাচের শেষদিকে আরেকটি গোল করে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি।

এই ম্যাচে ধারে বার্সায় আসা রাশফোর্ড একটি গোলে সহায়তা করেন। ইয়ামাল মেসির সাবেক ১০ নম্বর জার্সি পরে খেলে তার স্মৃতি জাগানো এক গোল করায় ভক্তদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button