বিনোদন

জীবনে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান

দীর্ঘ তিন দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হতে যাচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জওয়ান’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য তিনি পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা এক্সক্লুসিভভাবে জানিয়েছে, এ তালিকায় এবার অন্তর্ভুক্ত করা হয়েছে শাহরুখের নাম। আজ ১ আগস্ট (শুক্রবার) দিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

২০২৩ সালে মুক্তি পাওয়া অ্যাকশনধর্মী সিনেমা ‘জওয়ান’-এ দ্বৈত চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচক মহলে ব্যাপক প্রশংসা কুড়ান শাহরুখ। এই সিনেমাতেই তিনি প্রথমবারের মতো জাতীয় পুরস্কারের স্বাদ পেতে চলেছেন।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন শাহরুখ খান। এরপর তিন দশকেরও বেশি সময় ধরে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও ব্লকবাস্টার ছবি। ২০২৩ সাল ছিল তার ক্যারিয়ারের জন্য ঐতিহাসিক। ওই বছর মুক্তি পাওয়া তার তিনটি সিনেমা—‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ দেশের প্রেক্ষাগৃহে ৭ কোটিরও বেশি দর্শকের মন জয় করে। এই তিন ছবির সম্মিলিত আয় ভারতে ১,৩০০ কোটি রুপি এবং বিশ্বব্যাপী ২,৫০০ কোটিরও বেশি।

শাহরুখ খান এর আগেও ফিল্মফেয়ারসহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার ও বক্স অফিস রেকর্ড নিজের ঝুলিতে ভরেছেন। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এতদিন তার জন্য ছিল অধরাই। অবশেষে ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তিন দশক ধরে কোটি ভক্তকে বিনোদিত করা এই অভিনেতার জন্য এটি এক অসাধারণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্তমানে শাহরুখ ব্যস্ত সময় পার করছেন তার আসন্ন ছবি ‘কিং’-এর শুটিং নিয়ে। ২০২৬ সালে মুক্তি পেতে যাওয়া এ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হবে তার কন্যা সুহানা খানের।

এই বিভাগের অন্য খবর

Back to top button