খেলাধুলাফুটবল

বিশ্বকাপে দর্শক ছাড়া মাঠে নামতে হতে পারে ব্রাজিলকে

আর মাত্র কয়েক মাস, এরপরই ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ফুটবল বিশ্বজুড়ে শুরু হয়েছে উন্মাদনা, দিন গোনার পালা। তবে এই আনন্দের মুহূর্তে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য ভেসে আসছে এক দুঃসংবাদ- বিশ্বকাপের টিকিট হাতে থাকলেও হয়তো দেখা হবে না নেইমার-ভিনিসিয়ুসদের খেলা!

সাম্প্রতিক একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটেছে, যার প্রভাব পড়তে পারে ভিসা নীতির ওপর। গুঞ্জন উঠেছে, মার্কিন সরকার ব্রাজিলিয়ান নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও কঠোর করার সিদ্ধান্ত নিতে পারে, যা বিশ্বকাপ চলাকালীন সময়েও বহাল থাকতে পারে।

সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য শুল্ক ও রাজনৈতিক দূরত্ব নিয়ে মতবিরোধ বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব কূটনৈতিক টানাপোড়েনের ফলেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশ্বকাপে দলকে সমর্থন দিতে আসা হাজার হাজার ব্রাজিলিয়ান ভক্তের স্বপ্নে তাই নেমে আসতে পারে ভাঙনের সুর।

সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা জানে, ব্রাজিল মানেই গ্যালারিতে হলুদ সমুদ্র। দলটির ‘দ্বাদশ খেলোয়াড়’ হিসেবে খ্যাত সমর্থকদের গর্জন ছাড়া নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র কিংবা রদ্রিগোর খেলা যেন অসম্পূর্ণ।
২০০২ সালের পর থেকে বিশ্বকাপ ট্রফির দেখা পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার শক্তিশালী দল নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। কিন্তু গ্যালারিতে সমর্থকদের অনুপস্থিতি দলকে মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে বলেও আশঙ্কা ফুটবল বোদ্ধাদের।

এই পরিস্থিতিতে ফিফা এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ নিলে তা শুধু ব্রাজিল নয়, বরং ফুটবল বিশ্বেই নেতিবাচক বার্তা দিতে পারে বলে মনে করছেন অনেকে।

বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক সম্পর্ক যেভাবেই থাকুক, বিশ্বকাপ যেন সর্বজনীন আনন্দের উৎসব হয়- সেটিই হওয়া উচিত সবার অগ্রাধিকার।

এই বিভাগের অন্য খবর

Back to top button