
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সদ্য সম্পাদিত ঐতিহাসিক বাণিজ্য চুক্তিকে ‘একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়’ বলে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে ড. ইউনূস বলেন, আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য অভিনন্দন জানাই। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়।
তিনি জানান, আলোচনার মাধ্যমে শুল্ক হার প্রত্যাশিতের তুলনায় ১৭ পয়েন্ট কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে, যা দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও উন্নয়নে বাংলাদেশের কৌশলগত দক্ষতার স্পষ্ট প্রমাণ।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ফেব্রুয়ারি মাস থেকে আমাদের আলোচকরা নিরলসভাবে কাজ করেছেন। তারা শুল্ক, অশুল্ক বাধা এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত জটিল বিষয়গুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন। এই চুক্তি বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা অক্ষুণ্ণ রেখেছে, বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকারের সুযোগ আরও প্রসারিত করেছে এবং আমাদের মৌলিক জাতীয় স্বার্থ রক্ষা করেছে।
এই সাফল্য বাংলাদেশের বৈশ্বিক অবস্থানকে আরও দৃঢ় করেছে উল্লেখ করে তিনি বলেন, এই অর্জন শুধু বাংলাদেশের ক্রমবর্ধমান আন্তর্জাতিক শক্তিকে প্রকাশ করে না, বরং এটি একটি দ্রুততর প্রবৃদ্ধি ও স্থায়ী সমৃদ্ধির দিকেও আমাদের এগিয়ে নিয়ে যাবে। আজকের এই সাফল্য আমাদের জাতির দৃঢ়তা ও সাহসী ভবিষ্যতের এক উজ্জ্বল প্রমাণ।
চুক্তিটি কোন খাত ও পণ্যে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত শিগগিরই জানানো হবে বলে জানা গেছে।