শাহবাগে ‘জুলাই যোদ্ধাদের’ দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একদল ব্যক্তি বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। টানা ৩২ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরেকটি দল নিজেদের ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ দাবি করে এসে ওই অবরোধকারীদের ওপর হামলা চালায়। তারা শাহবাগ মোড়ে বসানো প্রতিবন্ধকতা সরিয়ে দেয়।
এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিচার্জের মাধ্যমে উভয় দলকে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর শাহবাগ মোড় দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, প্রথম দলটি বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিল। বারবার বুঝিয়েও তারা সরে না যাওয়ায় পরিস্থিতি জটিল হয়। শুক্রবার সন্ধ্যায় আরেক দল এসে নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে আগের দলকে হটানোর চেষ্টা করে, এতে সংঘর্ষ শুরু হয়। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দুই পক্ষকে সরিয়ে দিয়ে সড়ক ফাঁকা করা হয়।
‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা (আহত)’ ব্যানারে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অবরোধ শুরু হয়। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সারা দিন ও রাত অবরোধ অব্যাহত থাকলেও শুক্রবার সকালে বৃষ্টির মধ্যে কিছু আন্দোলনকারীকে শাহবাগ মোড়ে অবস্থান করতে দেখা যায়।
তবে সকালের দিকে আন্দোলনকারীদের উপস্থিতি কম থাকায় কিছু যানবাহন ফার্মগেট-বাংলামোটর হয়ে মৎস্য ভবনগামী সড়কে চলাচল করতে পারে। তবে কাঁটাবন থেকে বাংলামোটর অভিমুখে কিছু যান চললেও মৎস্য ভবনের দিকে যাওয়া বন্ধ ছিল। শাহবাগ মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কাঁটাবন অভিমুখেও তখন যান চলাচল বন্ধ ছিল।
পরে পুলিশের হস্তক্ষেপে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণরূপে স্বাভাবিক হয়।