রাজনীতি

সমাবেশের কারণে জনদুর্ভোগ হবে, তাই অগ্রিম দুঃখ প্রকাশ করলো ছাত্রদল

শাহবাগে সমাবেশ

রাজধানীর শাহবাগে রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সম্ভাব্য জনদুর্ভোগের জন্য নগরবাসীর কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।

শনিবার সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ৩ আগস্ট, রোববার শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুরুতে জাতীয় শহীদ মিনারে সমাবেশের সিদ্ধান্ত থাকলেও, জাতীয় নাগরিক পার্টির অনুরোধে সে সিদ্ধান্ত পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় ছাত্রদল।

বিবৃতিতে আরও জানানো হয়, শহীদ মিনারে সমাবেশের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে অনুমতিও নেওয়া হয়েছিল এবং ছাত্রদলই ছিল বৈধ দাবিদার। তবুও গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপার্থক্যের প্রতি সম্মান দেখিয়ে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনটি জানায়, কর্মদিবসে রাজধানীতে সমাবেশের কারণে জনদুর্ভোগের বিষয়টি তারা ভালোভাবেই জানে। তবে ফ্যাসিবাদবিরোধী বৃহৎ ঐক্যের স্বার্থে দায়িত্বশীলতার জায়গা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভাব্য দুর্ভোগের জন্য ছাত্রদলের পক্ষ থেকে অগ্রিম দুঃখ প্রকাশ করা হয়েছে এবং নগরবাসীর সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি কামনা করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button