সারাদেশ

সীমান্তবর্তী পদ্মা নদী থেকে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পদ্মা নদী থেকে শফিকুল ইসলাম ও সেলিম রেজা নামের দুই বাংলাদেশির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর ও বিকালে তারাপুর এলাকা থেকে বিজিবির উপস্থিতিতে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের শরীরে পুড়ার চিহ্ন ও নির্যাতনের দাগ দেখা গেছে।

তবে তারা কীভাবে মারা গেছেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি পুলিশ বা বিজিবি কর্মকর্তারা। স্থানীয়রা অভিযোগ করেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে তাদের মৃত্যু হয়েছে।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু ও শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া গণমাধ্যমকে জানান, দুপুরে প্রথমে শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয় এবং বিকালে একই এলাকা থেকে সেলিম রেজার মরদেহ পাওয়া যায়। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, এখন পর্যন্ত নিহতদের পরিবার তাদের সঙ্গে যোগাযোগ করেনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button