রাজনীতি

ছাত্রদলের জন্য ঢাকাগামী বিশেষ ট্রেন, ব্যয় প্রায় ১০ লাখ টাকা

ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে বিশেষ ট্রেন ভাড়া নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ৩ আগস্ট রবিবার সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে এই ট্রেন। সমাবেশ শেষে একই দিন সন্ধ্যা ৭টায় ঢাকার কমলাপুর থেকে রওনা হয়ে রাত ১টায় চট্টগ্রামে ফিরবে।

২০টি বগি সমন্বিত এই বিশেষ ট্রেনে এক হাজার ১২৬ জন যাত্রীর ধারণক্ষমতা রয়েছে। রেলওয়ের পূর্বাঞ্চল অফিস জানিয়েছে, ছাত্রদলের আবেদনের পর রেল ভবনের অনুমোদন নিয়ে ট্রেনটি বরাদ্দ দেওয়া হয়েছে।

রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ বলেন, নিয়ম মেনেই এই ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে এবং এতে নিয়মিত ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়বে না।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম জানান, কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে তারা রেলের কাছে আবেদন করেন। ট্রেন ভাড়ার আনুমানিক খরচ প্রায় ১০ লাখ টাকা, যা সংগঠনের সদস্য ও সিনিয়রদের সহায়তায় সংগ্রহ করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ১৯ জুলাই জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও ঢাকায় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে রেলওয়ের কাছ থেকে বিশেষ কোচ বরাদ্দ নেওয়া হয়েছিল।

এই বিভাগের অন্য খবর

Back to top button