নির্বাচন ফেব্রুয়ারি মাসেই: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস আলোচনা করে এই সময় ঠিক করেছেন।
রোববার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের ‘ছাত্র সমাবেশে’ বিশেষ অতিথির বক্তৃতায় এ তথ্য জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, “এখন আমাদের সামনে একটাই লক্ষ্য—একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান লন্ডনে ড. ইউনূসের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে সিদ্ধান্ত দিয়েছেন। গোটা দেশের মানুষ সেই নির্বাচন এবং তারেক রহমানের দেশে ফেরা—এই দুই বিষয়েই অপেক্ষায় আছেন।”
তিনি জানান, “শুধু ৩৬ দিন নয়, গত ১৫ বছর ধরে ছাত্র-জনতা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে। তাদের এই আত্মত্যাগের মূল উদ্দেশ্য—একটি সুন্দর বাংলাদেশ গড়া।”
সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।