আন্তর্জাতিক খবর

পাকিস্তানে খেলনা ভেবে মর্টার শেল নিয়ে খেলার সময় বিস্ফোরণ, ৫ শিশু নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত এলাকায় মর্টার শেল বিস্ফোরণে পাঁচ শিশু নিহত এবং আরও ১২ জন আহত হয়েছে। শনিবার বেশ কয়েকজন শিশু মাঠে মর্টার শেলটি খুঁজে পেয়ে খেলনা ভেবে গ্রামে নিয়ে গেলে সেটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছে পুলিশ।

বান্নু অঞ্চলের পুলিশের মুখপাত্র আমির খান জানান, আহত ও নিহতদের খলিফা গুল নওয়াজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। আহতদের দেখতে হাসপাতালে যান বান্নু আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সাজ্জাদ খান।

পুলিশ জানায়, বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরপিও আশ্বস্ত করেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনা হবে।

শিশুদের খেলনা ভেবে বিস্ফোরক হাতে নেওয়া পাকিস্তানে নতুন নয়। ২০২৩ সালের অক্টোবরে বেলুচিস্তানের ওয়াধ শহরে একটি হাতবোমা বিস্ফোরণে এক শিশু নিহত ও আটজন আহত হয়। তার আগের মাসে সিন্ধুর কাশমোরে ‘রকেট লঞ্চার’ বিস্ফোরণে চার শিশুসহ নয়জন নিহত হন।

এই বিভাগের অন্য খবর

Back to top button