
বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের ধাক্কায় তুবা খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তুবা খাতুন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম গ্রামের শাহ আলমের মেয়ে।
জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তুবা নিজ বাড়ির সামনের ধুনট-সোনাহাটা পাকা সড়ক পার হওয়ার সময় চলন্ত একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।