
নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিতে খুঁটি হেলে পড়ে বিচ্ছিন্ন হওয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১২ টার দিকে বিদ্যুৎ সরবরাহ চালু করে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
এর আগে সকাল সাড়ে ৮ টার দিকে শহরের বনানী গোল চত্বর এলাকায় ৩টি বৈদ্যুতিক খুঁটি পড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। এই খুঁটিগুলোয় ১১০০০ কেলভিনের তিনটি করে তারের লাইন টানা থাকে।
এতে বনানী, ফুলদিঘীর একাংশ, শাকপালা, ফুলতলা এলাকা বিদ্যুতহীন হয়ে পড়ে। এরপর প্রায় চার ঘণ্টা সংযোগহীন থাকার পরে নেসকো বিদ্যুৎ সরবরাহ দেয়।
নেসকো বিতরণ বিভাগ ১-এর নির্বাহী প্রকৌশলী আব্দুল মোন্নাফ জানান, ঝুঁকি এড়াতে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়। খুঁটিগুলো থেকে দ্রুত সংযোগ কেটে দিয়ে বিকল্প সোর্স দিয়ে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
জেলা আবহাওয়া দপ্তর বলছে, গতকাল শনিবার রাত ১২ টা থেকে আজ বেলা ১২ টা পর্যন্ত বগুড়ায় ৯৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিন এভাবেই থেমে থেমে বৃষ্টিপাত চলতে পারে।