
বগুড়ার শাজাহানপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দায়ের করা মামলা তুলে না নেওয়ায় হামলার শিকার ব্যবসায়ী আল আমিন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আল আমিন শাজাহানপুরের ভাদাইকান্দি গ্রামের আফসার আলীর ছেলে। তিনি বগুড়া শহরের নিউ মার্কেটে প্রসাধনীর ব্যবসা করতেন।
পরিবারের অভিযোগ, প্রতিবেশী নূরুল ইসলাম, আবু হোসেন ও ফজলুল হকের সঙ্গে দেড় বছর ধরে আল আমিনের জমি নিয়ে বিরোধ চলছিল। এক একর কৃষিজমি দখলের চেষ্টা করছিল প্রতিপক্ষ। এর জেরে আল আমিন ও তার পরিবারের ওপর দুই দফা হামলা চালায় তারা। হামলার ঘটনায় আল আমিন থানায় মামলা করেন। পরে মামলাটি তুলে নিতে এবং দুই লাখ টাকা চাঁদা দিতে তাকে চাপ দেওয়া হয়।
গত ২৮ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় আল আমিনের ওপর হামলা করা হয়। তার বাবা আফসার আলীকেও হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা আল আমিনের কাছ থেকে এক লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে।
চারদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে আল আমিন মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার ৩০ জুলাই শাজাহানপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে নতুন মামলা দায়ের করেছে।
শাজাহানপুর থানা পুলিশ জানায়, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহের ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আগের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে।