বগুড়া জেলা
প্রধান খবর

বৃষ্টিতে বগুড়ায় খুঁটি পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় রোববার (৩ আগষ্ট) মাঝরাত থেকে টানা বৃষ্টিতে ৩৩ হাজার কেলভিনের বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে যাওয়ায় ওই এলাকাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। বগুড়া শহরের বনানী গোল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়ার নেসকো অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে বনানী এলাকায় তিনটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে। সকাল সাড়ে আটটার দিকে বিষয়টি দেখতে পায় স্থানীয়রা। পরে তাদের খবরে বনানী, ফুলদিঘীর একাংশ, শাকপালা, ফুলতলা এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পড়ে এই খুঁটিগুলো ঢাকা-রংপুর মহাসড়কের ধারে হওয়ায় যান চলাচলে প্রতিবন্ধকতা দেখা গেছে।

নেসকো বিতরণ বিভাগ ১-এর নির্বাহী প্রকৌশলী আব্দুল মোন্নাফ জানান, ঘটনার পর স্থানীয়রা ফোন দিলে ঝুঁকি এড়াতে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়। তবে বিকল্প সোর্স দিয়ে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করছি আমরা। দুপুরের আগেই এটা চালু হতে যাবে। আর বৈদ্যুতিক খুঁটিগুলো মেরামতেও কাজ করছে লোকজন।

এই বিভাগের অন্য খবর

Back to top button