জাতীয়
প্রধান খবর

৫ আগস্ট আট জোড়া ট্রেন ভাড়া করলো সরকার

আগামী ৫ আগস্ট জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিতব্য জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে সারাদেশ থেকে ছাত্র-জনতা আনতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। কর্মসূচি শেষে এসব ট্রেনে তাদের গন্তব্যে ফেরত পাঠানো হবে।

রোববার রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের পক্ষ থেকে ট্রেন চাওয়া হয়েছে। বাণিজ্যিক বিবেচনায় আট জোড়া ট্রেন ভাড়া দেওয়া হয়েছে।

তিনি জানান, সিলেট, চট্টগ্রাম, রংপুর, ভাঙ্গা, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জ ও জয়দেবপুর থেকে এসব ট্রেন ঢাকায় আসবে। বিকেলে অনুষ্ঠান শুরুর আগে ট্রেনগুলো নির্ধারিত গন্তব্য থেকে দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে রাত ৮টা, ৯টা ও ১০টার দিকে আবার ফিরতি যাত্রা করবে।

ফাহিমুল ইসলাম বলেন, এসব ট্রেনের সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে অন্য ট্রেনের চলাচলে কোনো সমস্যা না হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button