আন্তর্জাতিক খবর

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু ৬৮, নিখোঁজ ৭০

ইয়েমেন উপকূলে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকাডুবিতে অন্তত ৬৮ জন আফ্রিকান নাগরিকের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৭০ জন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর ইয়েমেন শাখার প্রধান আবদুসাত্তার এসোয়েভ জানিয়েছেন, নৌকাটিতে ১৫৪ জন ইথিওপিয়ান নাগরিক ছিলেন। এটি ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়। দুর্ঘটনায় ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

দুর্ঘটনাস্থল খানফার জেলায় ৫৪ জনের মরদেহ ভেসে ওঠে এবং আরও ১৪ জনের মরদেহ কাছের আরেকটি এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আফ্রিকার হর্ন অব রিজন থেকে ইয়েমেন হয়ে উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার এ সমুদ্রপথ দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে। তবে পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটি থেকে পালানোর প্রবণতা বাড়ে। যদিও ২০২২ সালের এপ্রিল মাসে হুথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতির চুক্তির পর সহিংসতা কিছুটা কমে এবং মানবিক সংকট কিছুটা প্রশমিত হয়।

বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ ও ব্যস্ততম অভিবাসন রুট হিসেবে পরিচিত এই পথে সোমালিয়া ও ইথিওপিয়ার মতো সংঘাতপীড়িত দেশ থেকে বহু মানুষ ইয়েমেনে আশ্রয়ের আশায় বা উপসাগরীয় ধনী দেশগুলোর উদ্দেশে পাড়ি জমায়। অনেক সময়ই তারা অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় লোহিত সাগর অতিক্রম করে, যার ফলে প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি থাকে সর্বদা।

এই বিভাগের অন্য খবর

Back to top button