এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ক্রোকের আদেশ

ব্যাংক এশিয়ার প্রায় ৩৮৯ কোটি টাকার ঋণ খেলাপির মামলায় এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ১৫ দিনের জন্য অস্থায়ীভাবে ক্রোকের (জব্দ) আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৪ আগস্ট) ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, নালিশি ঋণের বিপরীতে এক্সিম ব্যাংকের কোনো সম্পত্তি দায়বদ্ধ না থাকায়, বাদী ব্যাংক এশিয়া আদালতের কাছে প্রধান কার্যালয় জব্দের আবেদন করে। আবেদনে জানানো হয়, এক্সিম ব্যাংকের আর্থিক অবস্থা ভঙ্গুর হওয়ায় বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটিকে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করার চিন্তা করছে। এই পরিস্থিতিতে প্রধান কার্যালয় ক্রোক না করলে খেলাপি ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়বে।
শুনানি শেষে বিচারক এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় কেন ক্রোক করা হবে না, তা জানতে চেয়ে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। একই সঙ্গে, আপত্তি না দাখিল করা পর্যন্ত প্রধান কার্যালয়টি অস্থায়ীভাবে ক্রোক করার নির্দেশ দেন আদালত। এ সংক্রান্ত পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী ২১ আগস্ট।
অভিযোগে বলা হয়, প্রায় এক বছর আগে তারল্য সংকটে পড়ে ব্যাংক এশিয়ার কাছ থেকে ৩৮৮ কোটি ৯৫ লাখ টাকার বেশি ঋণ নেয় এক্সিম ব্যাংক। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তারা ঋণ পরিশোধ করেনি। খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে ব্যাংক এশিয়া এ বিষয়ে আদালতে মামলা দায়ের করে।