বিনোদন

শাকিব-বুবলীর সময় কাটানো নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান একসময় বিয়ে করেছিলেন দুই সহশিল্পী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে। তবে দুই সম্পর্কেরই ইতি টেনেছেন তিনি। তবুও সময়-সুযোগে প্রাক্তন স্ত্রীদের সঙ্গে তার দেখা যেতে দেখা যায়।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান, সঙ্গে রয়েছেন বুবলী। তাদের একসঙ্গে তোলা ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি ঘিরে দর্শকের কৌতূহল যেমন বেড়েছে, তেমনি অনেকে জানতে চেয়েছেন অপু বিশ্বাসের প্রতিক্রিয়া।

রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় ঢাকার বনানীর একটি রেস্টুরেন্টে লেখক সিফাত নুসরাতের নতুন বই ‘অগ্নিকন্যা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন অপু। উপস্থিত ছিলেন মডেল মারিয়া, কণ্ঠশিল্পী কোনাল, প্রযোজক আবদুল আজিজসহ অনেকে।

সাংবাদিকদের সঙ্গে আলাপে যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর সময় কাটানো প্রসঙ্গে অপুকে প্রশ্ন করা হলে তিনি বলেন,
‘কী বলবো! মানুষ মানুষকে চিনতেও পারে না—এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন আপনি আমাকে ভালোবাসতে পারেন, কিন্তু সিফাতকে নাও ভালোবাসতে পারেন। আবার হতে পারে, আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নাও ভালোবাসেন। এটাই বাস্তবতা।’

আরেক প্রশ্নে তিনি বলেন, ‘আমি ১৫ জুন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। যারা পড়েননি, পড়ে নিতে পারেন। তাহলেই আপনারা আমার অবস্থান বুঝতে পারবেন।’

পেশাগত সম্পর্কে প্রসঙ্গে অপু বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের পেশাগত সম্পর্ক রয়েছে। আমরা সবাই প্রফেশনাল শিল্পী। তাই আমি সবার প্রতিই সম্মান বজায় রাখি।’

মাতৃত্ব নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে অপু বলেন, ‘অভিনেত্রী হিসেবে আমি সফলতা পেয়েছি। কিন্তু একজন মা হিসেবে আমার সফলতা হবে, যখন ছেলেকে সবার সামনে একজন ভালো মানুষ হিসেবে উপস্থাপন করতে পারবো। দর্শক-ভক্তদের ভালোবাসা ও দোয়ার জন্য আমি কৃতজ্ঞ।’

এই বিভাগের অন্য খবর

Back to top button