জাতীয়
প্রধান খবর

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ১১৪ জনের লাশ উত্তোলনের নির্দেশ

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ১১৪ জন শহীদের মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। এসব মরদেহের মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্তের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে আদেশে।

সোমবার (৪ আগস্ট) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের ভিত্তিতে এ নির্দেশ দেন। ফৌজদারি কার্যবিধির ১৭৬(২) ধারায় ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে মরদেহ উত্তোলন ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. মাহিদুল ইসলাম আদালতে আবেদন করে জানান—বিভিন্ন সময়ে রাজধানীতে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারান বিভিন্ন বয়সের নারী-পুরুষ। তাদের মধ্যে ১১৪ জনের পরিচয় না মিললেও ‘অজ্ঞাত শহীদ’ হিসেবে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়।

আবেদনে বলা হয়, ভবিষ্যৎ আইনি পদক্ষেপ গ্রহণ, মৃতদেহ শনাক্তকরণ ও পরিবারের কাছে হস্তান্তরের লক্ষ্যে মরদেহগুলো উত্তোলন জরুরি। এজন্য পোস্টমর্টেম, ডিএনএ নমুনা সংগ্রহ এবং প্রোফাইলিং করে পরিচয় নিশ্চিত করতে হবে।

আদালত আবেদনটি পর্যালোচনা শেষে তা মঞ্জুর করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button