স্বাস্থ্য
প্রধান খবর

হার্টের রিংয়ের দাম কমালো সরকার

হৃদরোগীদের জন্য গুরুত্বপূর্ণ চিকিৎসা উপকরণ করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম কমিয়েছে সরকার।

রোববার (৩ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত আদেশে তিনটি প্রতিষ্ঠানের ১০ ধরনের স্টেন্টের দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এক ধরনের স্টেন্টের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

নতুন নির্ধারিত মূল্যে প্রতিটি স্টেন্টের খুচরা দাম আমদানিকারক প্রতিষ্ঠান অনুযায়ী সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এতে স্টেন্টভেদে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত মূল্য কমেছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, স্টেন্টের সর্বোচ্চ দাম ৩৬ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button