জাতীয়
প্রধান খবর

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা

আগামী রমজানের আগে, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার রাত ৮টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের সর্বশেষ দায়িত্ব নির্বাচন অনুষ্ঠান। আজকের এই মহান দিবসে বক্তব্য দেওয়ার পর থেকেই আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করছি। এবার আমরা একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব।”

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দেওয়া হবে, যাতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে, রমজানের আগেই, জাতীয় নির্বাচনের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, “নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য সরকার সব ধরনের সহায়তা দেবে। আমরা চাই এবারের নির্বাচন স্মরণীয় হয়ে থাকুক—আনন্দ, শান্তি, শৃঙ্খলা, ভোটার উপস্থিতি ও সৌহার্দ্যের দিক থেকে।”

প্রধান উপদেষ্টা জানান, আগামীকাল থেকেই নির্বাচনকে কেন্দ্র করে মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, এর আগে সিইসি জানিয়েছিলেন, সরকার নির্বাচনের সময়সূচি ঠিক করে দিলে কমিশন তফসিল ঘোষণা করবে। ২০২৬ সালের রমজান ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হওয়ার সম্ভাবনা থাকায় তার আগেই নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে সরকার।

এই বিভাগের অন্য খবর

Back to top button