অন্যান্য
বগুড়ার ডেইলি স্টার প্রতিনিধির বাবার ইন্তেকাল

ডেইলি স্টার পত্রিকার বগুড়া প্রতিনিধি ও জাতীয় গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক সদস্য মোস্তফা সবুজের বাবা রিয়াজ উদ্দিন আহমেদ (৭৫) আজ ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন) করেছেন।
আজ সকাল আটটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাভিরাট এলাকায় শহরগাছিতে তার নিজ বাসভবনে তিনি মারা যান।
রিয়াজ উদ্দিন গোবিন্দগঞ্জ উপজেলার শহরগছি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর শহরগছি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে বগুড়ায় কর্মরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন। এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।