নির্বাচন
প্রধান খবর

নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে

নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চিঠি পাওয়ার পরই তফসিল চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সিইসি এসব কথা বলেন।

তিনি বলেন, “চিঠি এখনো পাইনি, তবে না পেলেও কমিশনের প্রস্তুতি রয়েছে। ফেব্রুয়ারির শুরুতেই ভোট অনুষ্ঠিত হবে। যত কঠিন সময়ই আসুক, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা হবে।”

নির্বাচনকে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রত্যাশা করে তিনি বলেন, “সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই কমিশনের দায়িত্ব। নির্বাচন হবে আয়নার মতো স্বচ্ছ। বিশ্ববাসীকে দেখাতে চাই, আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।”

ভোটারদের আস্থা ফেরাতে ইসি ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি হাতে নিচ্ছে জানিয়ে সিইসি বলেন, “জনগণকে ভোটকেন্দ্রে আনাই হবে বড় চ্যালেঞ্জ।”

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে রাজনৈতিক দলসহ সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করবে কমিশন। এক মাসব্যাপী পরিকল্পনা নেওয়া হয়েছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি ইতোমধ্যে উন্নতি করেছে দাবি করে সিইসি বলেন, “নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, পরিস্থিতি আরও ভালো হবে।”

গুজব ও বিভ্রান্তি রোধে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গুজব ছড়ানো ঠেকাতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।”

এই বিভাগের অন্য খবর

Back to top button