নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে একই পরিবারের সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার ভোরে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদিশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম চওপল্লী এলাকার ওমান প্রবাসী বাহার উদ্দিনের মা মোরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা (২৪), মেয়ে মিম আক্তার (২), ভাবী লাবনী আক্তার (৩০), নানী ফয়জুন্নেসা (৮০), ভাতিজি রেশমী আক্তার (৮) এবং লামিয়া (৯)। আহতদের মধ্যে বাহার উদ্দিন ও মাইক্রোবাস চালকসহ পাঁচজন রয়েছেন।
জানায় গেগে, প্রবাসী বাহার উদ্দিন দেশে ফেরায় মঙ্গলবার বিকেলে তার পরিবারের সদস্যরা বিমানবন্দরে যান। সেখান থেকে রাতেই হাইজ মাইক্রোবাসযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন সবাই। ভোরে মাইক্রোবাসটি জগদিশপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়, পরে হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।