
জাতীয় নির্বাচন আয়োজনের জন্য আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার (৬ আগস্ট) এই চিঠি ইসিতে পাঠানো হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া সিইসি বরাবর পাঠানো চিঠিতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের অনুরোধ জানান। এ চিঠির মাধ্যমে সরকারের পক্ষ থেকে ইসিকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এ জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন, ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ী চিঠিটি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, বিগত ১৫ বছরে ভোটাধিকার থেকে বঞ্চিত নাগরিকদের জন্য আগামীর নির্বাচন যেন এক মহা-আনন্দের উৎসবে পরিণত হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। তিনি অবিলম্বে নির্বাচনের প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করার নির্দেশনার কথাও স্মরণ করিয়ে দেন।
এছাড়া নির্বাচনকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে উপযুক্ত প্রযুক্তির ব্যবহার এবং প্রত্যাশিত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে কমিশনকে দিকনির্দেশনা দেওয়া হয়। শেষে জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনে প্রয়োজনীয় সব কার্যক্রম গ্রহণের আহ্বান জানানো হয় চিঠিতে।