খেলাধুলাফুটবল

লাওসকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে বাংলাদেশের শুভসূচনা

এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। বুধবার লাওসের ভিয়েনতিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে পরাজিত করে জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের পক্ষে সাগরিকা দুটি ও মুনকি একটি গোল করেন। ম্যাচের ৩৬তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে প্রথম গোলটি করেন সাগরিকা। তার গোলেই প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দল।

দ্বিতীয়ার্ধে লাওস সমতায় ফেরার চেষ্টা করলেও ৫৯ মিনিটে মুনকি আক্তারের নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে এবং গোলরক্ষককে ফাঁকি দিয়ে দুর্দান্ত গোলে এগিয়ে নেন দলকে।

ম্যাচে আরও দুইবার গোলের কাছাকাছি গিয়েও বাংলাদেশের মেয়েরা ক্রসবারে বাধা পায়। প্রথমার্ধে শিখার দূরপাল্লার শট ও দ্বিতীয়ার্ধে এক ফরোয়ার্ডের হেড ক্রসবারে লেগে ফেরত আসে।

৮৫ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রাণী মন্ডল পোস্ট ছেড়ে এগিয়ে আসলে সুযোগ কাজে লাগিয়ে লাওস একটি গোল করে ব্যবধান কমায়। তবে ইনজুরি টাইমে বক্সের মধ্যে বল পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশিং করে সাগরিকা নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন।

সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে চার গোল করে ফাইনালে নায়িকা হয়েছিলেন সাগরিকা। এবার এশিয়ার মঞ্চেও নিজের ধারাবাহিকতা ধরে রাখলেন তিনি।

বাংলাদেশের গ্রুপে আরও রয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও অপেক্ষাকৃত দুর্বল তিমুর লেস্তে। দক্ষিণ কোরিয়া গ্রুপের ফেভারিট হলেও বাংলাদেশের লক্ষ্য রানার্সআপ হয়ে চূড়ান্ত পর্বে ওঠা। তাই স্বাগতিক লাওসের বিপক্ষে এই জয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই বিভাগের অন্য খবর

Back to top button