নির্বাচন
প্রধান খবর

নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে থাকবে বডি ক্যামেরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশের ৪৭ হাজার ভোটকেন্দ্রে একটি করে বডি ক্যামেরা সরবরাহের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কোন বাহিনীর কত সদস্য প্রয়োজন হবে এবং তাদের করণীয় কী—সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, “প্রত্যেক কেন্দ্রে একটি করে বডি ক্যামেরা দেওয়া হবে। সিনিয়র পুলিশ সদস্যদের কাছে এসব ক্যামেরা থাকবে। এছাড়া প্রিজাইডিং অফিসারদের কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হবে, যাতে তারা কারো বাসায় না গিয়ে কেন্দ্রে থেকেই দায়িত্ব পালন করতে পারেন। তাদের সঙ্গে পুলিশ ও আনসার সদস্যরাও থাকবেন।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচন উপলক্ষে আনসার থেকে সেনাবাহিনী পর্যন্ত প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য মাঠে থাকবে। সবাইকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং মাঠপর্যায়ে মহড়া আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।

এছাড়া, নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে যেন পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদেরও প্রশিক্ষণ দেওয়া হয়।

৭৬ কর্মকর্তাকে সংযুক্ত বদলির বিষয়ে তিনি বলেন, “এটি রুটিনমাফিক কাজ, এটা চলতেই থাকবে।”

এই বিভাগের অন্য খবর

Back to top button