
চোটের কারণে লিওনেল মেসি স্কোয়াডে না থাকলেও জয়রথ থামেনি ইন্টার মায়ামির। ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ ও ‘দেহরক্ষী’ রদ্রিগো দি পলের দুর্দান্ত পারফরম্যান্সে মেক্সিকোর পুমাসকে ৩-১ গোলে হারিয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে মায়ামি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। লিগস কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এক গোলে পিছিয়ে পড়েও সুয়ারেজের অনুপ্রেরণামূলক নৈপুণ্যে ঘুরে দাঁড়ায় মায়ামি।
ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে চোখধাঁধানো ‘পানেনকা’ শটে গোল করেন সুয়ারেজ। এরপর প্রথমার্ধের শেষ মিনিটে বাঁ প্রান্ত থেকে তার পাস বুক দিয়ে নামিয়ে দারুণ প্লেসিং শটে সমতায় ফেরান রদ্রিগো দি পল। চলতি বছরে এটিই আর্জেন্টাইন মিডফিল্ডারের প্রথম গোল।
বাকি গোলটি করেন তাদেও আলেন্দে। এই আর্জেন্টাইন উইঙ্গারের গোলেও সহায়তা করেন সুয়ারেজ। পুমাসের একমাত্র গোলটি করেন জর্জ রুভালকাবা।
এই জয়ের ফলে ২ জয় ও ১ ড্রয়ে (টাইব্রেকারে জয়সহ) ৮ পয়েন্ট নিয়ে মায়ামি প্রথম মেজর লিগ সকার (এমএলএস) দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। এমএলএস ও লিগা এমএক্সের শীর্ষ চারটি দলই পাবে শেষ আটে খেলার সুযোগ।
উল্লেখ্য, গত শনিবার নেকাক্সার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। আজ তিনি গ্যালারিতে বসে নিজ দলের খেলা উপভোগ করেন।