ক্রিকেটখেলাধুলা
প্রধান খবর

এনসিএল টি-টোয়েন্টি এবার বগুড়া, রাজশাহী ও সিলেটে


জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ এবার অনুষ্ঠিত হবে দেশের তিনটি শহরে—বগুড়া, রাজশাহী ও সিলেটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টকে আন্তর্জাতিক মানে আয়োজনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে। সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে।

গত আসরটি হয়েছিল সিলেটেই, তবে এবার টুর্নামেন্টটি ছড়িয়ে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে আরও দুটি শহরে। সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হতে যাওয়া এবারের আসরের সময় পরিবর্তনের মূল কারণ, বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে স্থানীয় খেলোয়াড়দের নিজেদের মেলে ধরার সুযোগ করে দেওয়া।

বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, “ভেন্যু নির্বাচনের বিষয়টি সহজ ছিল না, কারণ প্রতিটি জায়গায় দুটি করে মাঠ প্রয়োজন। আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে বগুড়া, রাজশাহী ও সিলেটকে আয়োজক শহর হিসেবে বেছে নেওয়ার।”

বগুড়া ও রাজশাহীতে আগেও আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। রাজশাহীতে সাম্প্রতিক সময়ে হাই পারফরম্যান্স দলের সিরিজ আয়োজন ও দর্শকদের সক্রিয় অংশগ্রহণ বিসিবির নজর কেড়েছে। এ ছাড়া বগুড়া থেকে দীর্ঘদিন ধরেই বিপিএলের জন্য আগ্রহ প্রকাশ করা হচ্ছে।

আকরাম খান আরও বলেন, “ক্রিকেটকে ঢাকার বাইরের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমরা এই তিন শহর বেছে নিয়েছি। সিলেটে সেমি-ফাইনাল ও ফাইনালকে দিন-রাতের ম্যাচ হিসেবে আয়োজন করার পরিকল্পনা আছে।”

ভেন্যুগুলোর প্রস্তুতি ও ঘাটতি পূরণের কাজ দ্রুত সম্পন্ন করতে চায় বিসিবি। বিশেষ করে, ভালো মানের উইকেট নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। “আমরা এমন উইকেট চাই যেখানে বেশি রান হতে পারে, যাতে টি-টোয়েন্টির রোমাঞ্চ বজায় থাকে,” বলেন আকরাম।

এবার ম্যাচ ফি বাড়িয়ে ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া হেলমেটসহ খেলোয়াড়দের সরঞ্জামও বিসিবি থেকেই সরবরাহ করা হবে। ক্রিকেটারদের ডিসিপ্লিন ও মিডিয়ার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সুস্পষ্ট নিয়মকানুন প্রণয়নের পরিকল্পনাও রয়েছে।

আকরাম খান জানান, “আমরা চেষ্টা করছি এনসিএল টি-টোয়েন্টিকে আন্তর্জাতিক মানের একটি টুর্নামেন্ট হিসেবে গড়ে তুলতে। হয়তো এবারই সব কিছু পারব না, তবে ধাপে ধাপে এগিয়ে যাব।”

এই বিভাগের অন্য খবর

Back to top button