আন্তর্জাতিক খবর

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ ৮ জন নিহত

ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ, পরিবেশমন্ত্রী ইবরাহিম মুরতালা মুহাম্মেদসহ আটজন নিহত হয়েছেন। বুধবার সেন্ট্রাল আশান্তি অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

ঘানার ডিফেন্স চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ একে ‘জাতীয় ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন।

সশস্ত্র বাহিনীর বিবৃতিতে জানানো হয়, তিনজন ক্রু ও পাঁচ যাত্রীসহ হেলিকপ্টারটি স্থানীয় সময় সকাল ৯টা ১২ মিনিটে ওবুয়াইসি শহরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। সেখানে অবৈধ খনন কার্যক্রম বন্ধে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাদের। উড্ডয়নের কিছু সময় পরই হেলিকপ্টারটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ছবি ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে আরও রয়েছেন সহকারী জাতীয় নিরাপত্তা সমন্বয়ক ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মুনিরু মোহাম্মেদ এবং ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) পার্টির ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং।

এ ঘটনার পর ডিফেন্স চিফ অব স্টাফ দেশের সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি ডজস ড্রামানি মাহামা ও সরকারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button