
জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় তিনি এ তথ্য জানান।
সানাউল্লাহ বলেন, ‘তপশিল ঘোষণার পর ৬০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাঁরা ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন, তাঁরাই এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।’
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি জানান, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তবে এজন্য প্রবাসীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। সেপ্টেম্বর থেকে প্রবাসী ভোটারদের এই প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা শুরু হবে বলেও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সভায় চার নির্বাচন কমিশনারসহ ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা চূড়ান্ত করা হয়। আরপিও সংশোধনে সংস্কার কমিশনের সুপারিশসহ একাধিক প্রস্তাবনা পর্যালোচনা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে আচরণ বিধিমালার খসড়া অনুমোদন করেছে ইসি। এ বিষয়ে রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে লিখিত মতামত নেওয়া হয়েছে।
এর আগে ১০ জুলাই অনুষ্ঠিত অষ্টম কমিশন সভায় আরপিও সংশোধনীর বিষয়টি আলোচনার কথা থাকলেও সময়স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি।