
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেইম ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে বগুড়া জেলার উদীয়মান ক্রিকেটারদের জন্য আয়োজন করা হয়েছে অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক খেলোয়াড় প্রাক-বাছাই কার্যক্রম।
তারিখ: ১৮ ও ১৯ আগস্ট ২০২৫, সোমবার ও মঙ্গলবার
সময়: সকাল ৯টা
স্থান: শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া
বাছাই কার্যক্রম পরিচালনায় থাকবেন:
রাজশাহী বিভাগীয় কোচ শাহনেওয়াজ শহীদ শানু।
কে কোন বিভাগে অংশ নিতে পারবে?
শুধুমাত্র বগুড়া জেলার খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবে। বয়স প্রমাণসাপেক্ষে নিচের ক্যাটাগরিগুলোর জন্য সুযোগ থাকবে:
অনূর্ধ্ব-১৪: জন্ম ১ সেপ্টেম্বর ২০১১ বা পরে
অনূর্ধ্ব-১৬: জন্ম ১ সেপ্টেম্বর ২০০৯ বা পরে
অনূর্ধ্ব-১৮: জন্ম ১ সেপ্টেম্বর ২০০৭ বা পরে
যা যা সঙ্গে আনতে হবে:
বাছাই কার্যক্রমে অংশ নিতে হলে আগ্রহী খেলোয়াড়দের নিম্নোক্ত জিনিসপত্র সঙ্গে আনতে হবে:
নিজস্ব ক্রিকেট সরঞ্জাম ও পোশাক
সদ্য তোলা ২ কপি পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজ ছবি
ডিজিটাল জন্মনিবন্ধন / পিএসসি / জেএসসি সনদ – মূলকপি ও ফটোকপি
নিজ স্কুল কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র
তথ্য ও যোগাযোগ:
যেকোনো তথ্য জানার জন্য খেলোয়াড় বা অভিভাবকরা সরাসরি শহীদ চান্দু স্টেডিয়াম, জেলা ক্রীড়া সংস্থা অফিসে যোগাযোগ করতে পারবেন।
বগুড়ার ক্রিকেটপ্রেমী তরুণদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। যারা স্বপ্ন দেখে দেশের হয়ে মাঠে নামার, তাদের জন্য এই বাছাই পর্ব হতে পারে প্রথম ধাপ। সময়মতো প্রস্তুতি নিয়ে উপস্থিত হওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।