ভ্রমণের উদ্দেশ্য ছিল অসম্পূর্ণ ঘোষণাপত্রের নীরব প্রতিবাদ: হাসনাত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে ব্যক্তিগত সফরের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শীর্ষ পাঁচ নেতার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। এরই মধ্যে দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ লিখিতভাবে এ নোটিশের জবাব দিয়েছেন।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টেও নোটিশের জবাব প্রকাশ করেন হাসনাত।
ফেসবুকে তিনি লেখেন, ‘৪ আগস্ট সন্ধ্যায় জানতে পারি, আন্দোলনের সময় আহত ও নেতৃত্বদানকারী অনেক ভাইবোনকে বর্ষপূর্তির অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। এটি আমি শুধু রাজনৈতিক নয়, বরং নৈতিক ব্যর্থতা বলেই মনে করেছি। তাই আমি নিজ সিদ্ধান্তে ওই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিই।’
তিনি আরও লেখেন, ‘যেখানে ঐক্যের বদলে বিভাজন, শহীদ ও আহতদের বদলে কিছু গোষ্ঠীর মতকে প্রাধান্য দেওয়া হয়—সেখানে উপস্থিত থেকে নিজেকে সায় দিব, এমন ইচ্ছা হয়নি। ঢাকার বাইরে যাওয়া ছিল পূর্বনির্ধারিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা, সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণ এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের অংশ। একইসঙ্গে এটি ছিল অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি আমার নীরব প্রতিবাদ।’
হাসনাত জানান, ৪ আগস্ট রাতে নাসীরুদ্দীন পাটওয়ারীর মাধ্যমে নাহিদ ইসলামকে তাদের সফর সম্পর্কে অবগত করা হয়েছিল। এরপরও গোয়েন্দা সংস্থা ও কিছু গণমাধ্যমে ভ্রমণ নিয়ে গুজব ছড়ানো হয়, যা তিনি তীব্রভাবে সমালোচনা করেন। তাঁর ভাষায়, ‘পার্টির উচিত ছিল এসব মিথ্যা প্রচারের বিরুদ্ধে অবস্থান নেওয়া। কিন্তু পার্টি এমন ভাষায় শোকজ পাঠিয়েছে, যা বরং ষড়যন্ত্রতুল্য প্রচারকে আরও উসকে দিয়েছে।’
নোটিশে দলের গঠনতন্ত্রের কোন ধারা লঙ্ঘন হয়েছে, সেটিও স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি বলে দাবি করেছেন তিনি।