খেলাধুলাফুটবল

অপ্রতিরোধ্য রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের বড় জয়

৪০ পেরিয়েও মাঠে অদম্য ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ ক্লাব রিও এভের বিপক্ষে প্রীতি ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করে আবারও তা প্রমাণ করলেন সিআর সেভেন। তার নৈপুণ্যে আল নাসর ৪-০ গোলের বড় জয় তুলে নেয়।

এস্তাদিও আলগারভেতে অনুষ্ঠিত প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে শুরু থেকেই দাপট ছিল আল নাসরের। ১৫ মিনিটে সিমাকান গোল করে দলকে এগিয়ে দেন।

এরপর ম্যাচজুড়ে ছিল রোনালদোর জাদু। হাফটাইমের আগে প্রথম গোল, আর দ্বিতীয়ার্ধের ৬৩ ও ৬৮ মিনিটে আরও দুটি গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক।

এটি রোনালদোর ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক, আর পেশাদার ফুটবলে তার মোট গোলসংখ্যা দাঁড়াল রেকর্ড ৯৩৮। তার এই নৈপুণ্যেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আল নাসর।

এই বিভাগের অন্য খবর

Back to top button