খেলাধুলাফুটবল

তৃষ্ণার হ্যাটট্রিক, বাংলাদেশের ৮-০ গোলের দাপুটে জয়

স্বপ্নের মতো ফুটবল খেলে যাচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী দল। আগের ম্যাচে লাওসকে হারানোর পর এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে এবার তিমুর লেস্তেকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সাগরিকা-তৃষ্ণারা। দলের পক্ষে তৃষ্ণা আক্তার করেছেন হ্যাটট্রিক।

শুক্রবার এইচ গ্রুপের ম্যাচে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। গোল করেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরণ খাতুন ও তৃষ্ণা আক্তার। বিরতির পর তৃষ্ণা আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। বাকি দুটি গোল আসে সাগরিকা ও মুনকি আক্তারের পা থেকে।

ম্যাচের শুরুতে কিছুটা আক্রমণ শানালেও বাংলাদেশের দৃঢ় রক্ষণভাগ ভাঙতে পারেনি তিমুর লেস্তে। গোলপোস্টে স্বর্ণা রাণী মন্ডল ও জয়নব খাতুন ছিলেন নিরাপদ প্রহরীর মতো। ২০তম মিনিটে শিখার হেডে প্রথম গোল পায় বাংলাদেশ। এরপর কর্নার থেকে সরাসরি গোল করেন শান্তি। নবীরণ ও তৃষ্ণার একেকটি গোলেই প্রথমার্ধে ৪-০ ব্যবধান গড়ে ওঠে।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দল। শান্তির ক্রস থেকে তৃষ্ণা দ্বিতীয় গোলটি করেন। পরে সাগরিকা ও মুনকি গোল করে স্কোরলাইন দাঁড় করান ৮-০ তে।

এই জয়ে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। কোচ পিটার বাটলারের শিষ্যারা মূলপর্বে খেলার স্বপ্ন আরও জোরালো করেছে। রোববার গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। জয় বা ড্র করলেও গ্রুপ সেরার অবস্থান ধরে রাখার সুযোগ থাকবে সাগরিকাদের সামনে।

এই বিভাগের অন্য খবর

Back to top button