
২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে রাজনীতি মুক্ত করার যে সিদ্ধান্ত হয়েছিল, তা বহাল থাকবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
শনিবার রাত তিনটার দিকে ১৮টি হলে ছাত্রদলের কমিটি দেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য এ ঘোষণা দেন। তিনি বলেন, “১৭ জুলাইয়ের ফ্রেমওয়ার্ক অনুযায়ী হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হলো।”
পরে বিষয়টি ব্যাখ্যা করে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, হল পর্যায়ে কোনো ছাত্ররাজনীতি চলবে না, তবে কেন্দ্রীয়ভাবে বা মধুর ক্যান্টিনে রাজনৈতিক কর্মকাণ্ড করা যাবে। নিয়ম ভাঙার বিষয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মিটিং শেষে সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করা হবে।
এর আগে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হন। রোকেয়া হল ও শামসুন্নাহার হলের শিক্ষার্থীরাও এতে যোগ দেন। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। রাত দেড়টার দিকে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হলে রাজনীতি না রাখার ঘোষণা দেন।