
গাজীপুরে নির্মমভাবে খুন হওয়া সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
সাংবাদিক তুহিন দীর্ঘদিন ধরে গাজীপুরে বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। স্থানীয় সূত্র জানায়, ঘটনার কয়েকদিন আগে তুহিন একটি চাঁদাবাজি ও অবৈধ ব্যবসা সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ তৈরি করছিলেন। ঠিক এর পরপরই একটি ভিডিও ধারণ করায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু বলেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট শাসনের পুনরাবৃত্তি, যে আমলে ছাত্র ও সাংবাদিক খুন হয়েছিল। অনতিবিলম্বে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস বলেন, এই হত্যাকাণ্ডের দায় পুলিশ এড়াতে পারে না। তুহিন হত্যার আগেও একই এলাকায় আরেক সাংবাদিককে কুপিয়ে জখম করা হয়েছিল। তখনই ব্যবস্থা নিলে আজকের হত্যাকাণ্ড ঘটতো না।
যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজন বলেন, গণমাধ্যম যখনই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তখনই গণমাধ্যমের ওপর আঘাত এসেছে।
মানববন্ধনে বগুড়া প্রেসক্লাবের সদস্য, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা দ্রুত বিচার কার্যকর ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।