রাজনীতি

হাসিনা দেশের বারোটা বাজিয়েছে, অন্তর্বর্তী সরকার চব্বিশটা বাজিয়ে দিয়েছে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা আরও খারাপ করেছে। তার ভাষায়, “আগে শেখ হাসিনা বারোটা বাজিয়েছে, আর এই সরকার চব্বিশটা বাজিয়ে দিয়েছে।”

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাস ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন হয়।

মির্জা আব্বাস বলেন, অনেক অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের প্রমাণ তার কাছে আছে, তবে অবস্থানগত কারণে সেসব এখন প্রকাশ করতে চান না। তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন অরাজকতার জন্য বিএনপিকে দোষারোপ করা হচ্ছে এবং জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা চলছে।

নতুন রাজনৈতিক দল এনসিপিকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনাদের যেমন ইচ্ছা আছে ক্ষমতায় যাওয়ার, আমাদেরও আছে। জনগণ ভোট দিলে ক্ষমতায় যাব, না দিলে মেনে নেব। তবে আমরা ভোট চাই, গণতন্ত্র চাই—এ জন্য ১৭ বছর ধরে আন্দোলন করেছি।”

তিনি আরও দাবি করেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনের কথা মুখে বললেও আসলে তা চান না, কারণ তাদের ধারণা—নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এ কারণে তারা নানা অজুহাত খোঁজে।

আলোচনা সভায় জাসাসের ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আজিজের সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম, জনশক্তিবিষয়ক সম্পাদক এম এ মালেক, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল উদ্দীন, শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়াসহ অনেকে বক্তব্য দেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেখানে জাসাসের শিল্পীরা পরিবেশনা করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button