স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং ৩২৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুক্রবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা সিটিতে। এ সময়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ৯৫ জন রোগী ভর্তি হন।

এ ছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৪৯ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৪১ জন এবং বরিশাল বিভাগে ৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৪১০ জনে।

গত বছর (২০২৪ সালে) জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। এর আগের বছর (২০২৩ সালে) ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ করুন এবং ফুলের টব, পুরোনো টায়ার ও পানির পাত্র পরিষ্কার রাখুন। দিনে ও রাতে মশারি ব্যবহার করুন এবং শরীরে মশা তাড়ানোর লোশন লাগান। জ্বর, মাথাব্যথা বা শরীর ব্যথা হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

এই বিভাগের অন্য খবর

Back to top button