
বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
শনিবার (৯ আগস্ট) রাত ১২টা ২০ মিনিটের দিকে মাঝিড়া ইউনিয়নের মঞ্জুর ফিলিং স্টেশন সংলগ্ন প্রয়াস স্কুলের সামনে বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ব-১৩-২৫৮৯ নম্বরের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী মো. আকাশ (২৫) নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর চারজনকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মো. আরিফ (২১) কে মৃত ঘোষণা করেন।
আহত তিনজন মো. হায়দার আলী (৫০), মো. আব্দুল আজিজ (৩৮) ও মো. পলাশ (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত ও আহতরা সবাই শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার পর বাসচালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ক্ষতিগ্রস্ত সিএনজি শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।