
কমিটি ঘোষণার দুই দিনের মাথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হলের ছাত্রদল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নিয়মিত শিক্ষার্থী না হয়েও তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন বাবর।
রোববার (১০ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী মওলানা ভাসানী হল শাখার বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং শিগগিরই নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন কমিটি ঘোষণা করা হবে।
গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল ও একটি অনুষদে মোট ৮৮ সদস্যের কমিটি ঘোষণা করে শাখা ছাত্রদল। এর মধ্যে ভাসানী হলে পাঁচ সদস্যের কমিটি গঠিত হয়েছিল। অভিযোগ ওঠে, ওই কমিটির সভাপতি ফেরদৌস রহমান নিয়মিত শিক্ষার্থী নন এবং বিষয়টি গোপন করেছিলেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে কমিটি বাতিল করা হয়।
এদিকে, ৩৭০ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটি ও হল কমিটিতে হত্যা মামলার তিন পলাতক আসামি, সাবেক ছাত্রলীগ নেতা এবং মাদক ও ছিনতাইয়ের অভিযোগে বহিষ্কৃত ব্যক্তিরাও রয়েছেন। তবে তাদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেওয়া হয়নি। আহ্বায়ক জহিরউদ্দিন বাবর জানান, এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।