আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপ, সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস

আগামী ১৩ আগস্টের দিকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ফের একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ঝড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিপাতের ধারা সারা সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে।

রোববার (১০ আগস্ট) দেওয়া পূর্বাভাসে জানানো হয়, রংপুর বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরবর্তী দিনগুলোতেও দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে এবং কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। সপ্তাহের শেষ দিকে লঘুচাপের কারণে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button