জাতীয়
প্রধান খবর

মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা, সই হতে পারে ৫ সমঝোতা স্মারক

আগামী ১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইং জানায়, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়া ও আসিয়ান রাষ্ট্রগুলোর কার্যকর ও সক্রিয় ভূমিকা আহ্বান করা হবে। এছাড়া খাজানের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা, গভীর সমুদ্রে মাছ ধরায় বিনিয়োগ এবং প্রোটন হোল্ডিং-এর ইলেকট্রিক যানবাহন প্রকিয়াজাতকরণ নিয়ে আলোচনা হবে।

প্রেস সচিব শফিকুল আলম জানান, ডিপ সি ফিশিংয়ে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে, অথচ দেশের সামুদ্রিক এলাকা আয়তনে বাংলাদেশের স্থলভাগের চেয়ে বেশি। এই খাতের সম্ভাবনা কাজে লাগাতে মালয়েশিয়ার সহায়তা চাওয়া হবে। এছাড়া মোবাইল নেটওয়ার্ক কোম্পানি এক্সিয়াটার প্রধান নির্বাহীর সঙ্গেও বৈঠক হবে।

তিনি আরও জানান, জ্বালানি উপদেষ্টা পেট্রোনাসে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে শ্রমবাজারের জটিলতা নিরসনে এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরি একাধিক ব্যবসায়িক সম্মেলনে অংশ নেবেন। মালয়েশিয়ায় উচ্চশিক্ষার পর বাংলাদেশি শিক্ষার্থীদের কর্মসংস্থান ও শ্রমবাজার সম্প্রসারণ নিয়েও আলোচনা হবে।

এছাড়া দুই দেশের পুলিশের মধ্যে তথ্য যাচাই ও দ্রুত শেয়ার নিশ্চিত করতে একটি চুক্তি হয়েছে বলে জানান শফিকুল আলম।

এই বিভাগের অন্য খবর

Back to top button