নির্বাচন

হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ

সারাদেশে নির্বাচন অফিসগুলোতে ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকায় কারো কোনো তথ্যে ভুল থাকলে আগামী ২১ আগস্টের মধ্যে সংশোধন করতে পারবেন ভোটাররা।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। নতুন করে ২৪ লাখ ৩৮ হাজার ৬২৬ জন ভোটার অন্তর্ভূক্ত হয়েছে। আর বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ টাকা।

জানা গেছে, উপজেলা নির্বাচন অফিসের নির্দিষ্ট স্থানে তালিকাটি টানিয়ে দেয়া হয়েছে। আগামী ২৪ আগস্টের মধ্যে সংশোধনের জন্য দাখিল করা আবেদন নিষ্পত্তি করবে ইসি। এরপর অন্যান্য কাজ শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এদিকে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদেরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button