ছেলেসহ হাসপাতালে ভর্তি পরীমণি

অভিনেত্রী পরীমণি শ্বাসকষ্টে এবং তার ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকের পরামর্শে তারা হাসপাতালে ভর্তি হন।
অসুস্থতার বিষয়ে ইঙ্গিত দিয়ে পরীমণি রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’ পোস্টের শেষে তিনি যুক্ত করেন, ‘বিস্তারিত আসছে।’
রোববার দুপুরে পরীমণির এক ঘনিষ্ঠজন জানান, শ্বাসকষ্টের কারণে চিকিৎসক তাকে নেবুলাইজ করার পরামর্শ দেন। এতে কিছুটা স্বস্তি মিললেও এখনও প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথায় ভুগছেন তিনি। চিকিৎসকের পরামর্শে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।
এর আগে গেল ১০ আগস্ট ঢাকার একটি হোটেলে ছেলে পূণ্যর জন্মদিন উদযাপন করেন পরীমণি। পরে সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এক পোস্টে পরীমণি লেখেন, ‘যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে তারা আমার গালি খাবা, যা তোমরা ডিজার্ভ করো… সামনে পেলে তিন মিনিট থাপড়িয়ে দেব।’
এদিকে পরীমণির পরবর্তী সিনেমা ‘গোলাপ’-এর শুটিং শিগগিরই শুরু হওয়ার কথা। নিরবের সঙ্গে এটাই তার প্রথম সিনেমা। ছবিটি পরিচালনা করছেন সামছুল হুদা। এর আগে তিনি সাইমন সাদিকের বিপরীতে ‘ডোডোর গল্প’ ছবির শুটিং শেষ করেছেন, যার কাজ শুরু হয়েছিল দুই বছর আগে।