
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদরে একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি গ্রেনেড উদ্ধার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে ছোটকুমিড়া এলাকার ঝোপগাড়ি মার্কাস মসজিদের পেছনের খাল থেকে গ্রেনেডগুলো দেখা যায়। খালের পাশ দিয়ে কাজ করছিলেন শ্রমিকরা; তারা গ্রেনেডগুলো দেখে বিষয়টি পুলিশকে জানান।
পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে চারটি গ্রেনেড উদ্ধার করেন। পরে অভিযান চালিয়ে আরও দুইটি গ্রেনেড উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, গ্রেনেডগুলো বেশি পুরোনো নয়। ধারণা করা হচ্ছে কয়েক বছর আগের। দুপুর ২টার দিকে প্রথম চারটি গ্রেনেড উদ্ধার করা হয়। পরে আরও দুইটি পাওয়া যায়।
ওসি জানান, গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে, যারা এসে সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করবে।
স্থানীয়রা জানান, খালটি মসজিদের পেছনে অবস্থিত এবং এলাকায় সাধারণত মানুষ কম আসে। তবে গ্রেনেড উদ্ধারের খবরের পর এলাকার মানুষ নিরাপত্তা বিষয়ে সতর্ক হয়েছেন।