খেলাধুলাফুটবল

লা লিগায় জয় দিয়ে মৌসুম শুরু করল বার্সেলোনা

লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে বার্সেলোনা। শনিবার রাতে মায়োর্কার মাঠে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। দলের হয়ে গোল করেছেন রাফিনহা, ফেররান তরেস এবং নতুন ১০ নম্বর লামিনে ইয়ামাল।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় বার্সা। ইয়ামালের ডানদিকের নিখুঁত ক্রসে হেড করে গোল করেন রাফিনহা। ২২তম মিনিটে ইয়ামালের শট ফিরিয়ে দিলে বল পেয়ে ঠান্ডা মাথায় গোল করেন তরেস, ফলে ব্যবধান দাঁড়ায় ২-০ তে।

৩৩তম মিনিটে ইয়ামালকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মায়োর্কার মানু মোর্লানেস। এর ছয় মিনিট পর মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ভেদাত মুরিচি। ফলে ৯ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।

সংখ্যাগত ঘাটতির কারণে রক্ষণাত্মক খেলে যায় মায়োর্কা। তবে অতিরিক্ত সময়ে ইয়ামাল চমৎকার একক প্রচেষ্টায় বাঁকানো শটে গোল করে জয় নিশ্চিত করেন বার্সার।

ইয়ামালের এই গোল দিয়েই শুরু হলো বার্সেলোনার ১০ নম্বর জার্সির নতুন অধ্যায়। তরুণ এই উইঙ্গারের পারফরম্যান্সে খুশি কোচ হান্সি ফ্লিকও। বিশ্লেষকদের মতে, এই জয়ে আত্মবিশ্বাসী সূচনা হলো বার্সেলোনার নতুন মৌসুমের।

এই বিভাগের অন্য খবর

Back to top button