
বগুড়ায় করতোয়া নদী দখল করে গড়ে তোলা চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রোববার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজা বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাহামা ও মো. রশিদুল ইসলাম। এ সময় দুটি আড়ৎ, একটি আবাসিক ভবন ও একটি হোটেলের অংশবিশেষ ভেঙে ফেলা হয়।
উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার, পানি উন্নয়ন বোর্ড বগুড়ার উপ বিভাগীয় প্রকৌশলী মো. আসাদুল হক এবং এসও হাসান।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, করতোয়া নদীর জায়গা দখল করে দীর্ঘদিন ধরেই কিছু ব্যক্তি স্থাপনা নির্মাণ করেছিলেন। একাধিকবার সতর্ক করার পরও তারা না সরায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়। নদীর সীমানা নির্ধারণের পর দেখা যায়- পরিমল প্রসাদ রাজ ও কানাই লাল আগরওয়ালার ময়নার আড়তের কিছু অংশ নদীর মধ্যে পড়ে। একইভাবে একটি আবাসিক হোটেল ও একটি আবাসিক ভবনও নদীর জমি দখল করে তৈরি করা হয়েছিল।
পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো. আসাদুল হক বলেন, আজ থেকে উচ্ছেদ শুরু হয়েছে, কালও চলবে। কেউ কেউ আসবাবপত্র সরাতে একদিন সময় নিয়েছেন, তারা মুচলেকাও দিয়েছেন। সময়মতো না সরালে আবারও অভিযান চালানো হবে।